গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় আজ দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেশ কয়েকটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ জরিমানা আদায় করে। এর মধ্যে নান্দুরা মন্ডল রোড কাঠাল দিয়া বড় দেওড়া এলাকায় আরিফিন সোয়েটার কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ৫০ হাজার টাকা, রুনা সোয়েটার কারখানাকে ৫০হাজার টাকা,আবিদ এক্সসরিজকে ৫০হাজার টাকা ও টঙ্গী পূর্ব আরিচপুর নদী বন্দর এলাকায় রব্বানি ওয়াশিং কারখানাকে ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধুরী’র নেত্বেত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস টঙ্গী জোনের ম্যানেজার প্রকৌশলী অজিত চন্দ্র দেব, উপ-ব্যবস্থাপক রফিকুল আলম, মেজবাহ-উর রহমান, আ.রাজ্জাক, সহকারী প্রকৌশলী রেদোয়ান উ-জ্জামান, সহকারী ব্যবস্থাপক এমদাদ ও নজারুল প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার