ভারতের পশ্চিম বাংলার সোনালী অতীত ক্লাবের সাথে গোপালগঞ্জ সোনালী অতীত ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ আজ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। দুই দেশের মধ্যে সম্প্রীতির বন্ধন বাড়াতে জেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করা হয়।
এ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ গোপালগঞ্জ ও পশ্চিম বাংলার সোনালী অতীত ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার