সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমের সম্পর্কে জড়িয়ে ভাতিজার সাথে উধাও হওয়ায় মেয়েকে আদালতের মাধ্যমে ত্যাজ্য কন্যা ঘোষণা করেছেন মা। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার বড়হর ইউনিয়নের খাষচর জামালপুর গ্রামের শহিদুল তালুকদারের ছেলে মাহমুদুলের সাথে তার ফুফু রওশনারার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত ২৪ সেপ্টেম্বর দু'জন পালিয়ে যায়। আজ পর্যন্ত তাদের কোন খোঁজ খবর পাওয়া যায়নি। এ অবস্থায় মেয়ের মা মরিয়ম বেগম আদালতের মাধ্যমে তাকে ত্যাজ্য ঘোষণা করেন। এর আগে মেয়েটির ভাই বাদী হয়ে মাহমুদুলসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
রওশনারার মা মরিয়ম বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে মেয়েকে লালন-পালন করেছি। কিন্তু মেয়ে অবাধ্য হয়ে যায়। সম্প্রতি সে ভাতিজার সাথে পালিয়ে যায়। এ জন্য আমাকে অনেক অপমান সহ্য করতে হচ্ছে। তাই বাধ্য হয়ে কোর্টের মাধ্যমে তাকে ত্যাজ্য করেছি।
অন্যদিকে মাহমুদুলের মা মিনারা খাতুন বলেন, দু'জনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু মেয়ের পরিবার মেনে নেয়নি। এ অবস্থায় দু'জন পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তবে তারা কোথায় আছে তা আমাদের জানা নেই। আর ত্যাজ্য করেছে কিনা সেটি মেয়ের পরিবারের বিষয়।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৭/হিমেল