কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুরে লালমাই পাহাড় কাটার সময় চার ব্যক্তিকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কোতয়ালী থানার অধিবাসী মো. ইউছুফ (২২), সদর দক্ষিণ থানার অধিবাসী মো. রফিক (২৮), ফয়েজ আহমেদ (৩৫) ও মো. সুমন (২৪)।
আজ এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ছামছুল আলম ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুপালী মন্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারহানা জাহান উপমা, পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শওকত আরা কলি, সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম প্রমুখ।
উপ-পরিচালক মো. ছামছুল আলম জানান,পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার