বরিশালের হিজলার একতা বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সামিয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সামিয়া ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে।
হিজলা থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, সোমবার দুপুরে উপজেলার একতা বাজার সংলগ্ন সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল ওই শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিশু সামিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৭/হিমেল