বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তের রামদার আঘাতে তোজাম্মেল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টায় উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তোজাম্মেল বিএনপির কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গাবতলীর দূর্গাহাটা গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে বিগত দূর্গাহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেন উপজেলার বটিয়াভাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে চাচাতো ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে যায়। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত এলোপাতাড়িভাবে রামদা দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা আহতকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) ফজল-ই-খুদা পলাশ, থানার ওসি খায়রুল বাসারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।
গাবতলী থানার ওসি খায়রুল বাসার জানান, তোজাম্মেলের খুনীদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৭/হিমেল