মেহেরপুরের গাংনীতে বিজয় দিবসের প্রস্তুতি সভায় গাংনী উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে কটুক্তি করে বক্তব্য রাখায় আওয়ামী লীগ নেতা কর্মীদের তোপের মুখে পড়লেন গাংনী পৌরসভার সাবেক মেয়র আহমেদ আলী।
সামবার দুপুরে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।
বিষেশ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয় দিবসের আলোচনা শেষে দিবসটি পালনের লক্ষে বিভিন্ন উপ কমিটির নাম ঘোষণা করেন সভার সভাপতি ইউএনও বিষ্ণুপদ পাল।
এসময় সাবেক মেয়র আহমেদ আলী নাম ঘোষণায় বাধা দিয়ে বলেন আওয়ামী লীগের বর্তমান কমিটি নিয়ে অনেক অভিযোগ আছে। এ কমিটি জামায়াত বিএনপির নেতাকর্মী নিয়ে গঠিত। তার এ বক্তব্যের জবাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক প্রতিবাদ করেন। এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলুসহ নেতাকর্মীরা আহমেদ আলীকে অশোভন ভাষায় কথা বলেন এবং তাকে সভা থেকে বের করে দেয়ার দাবী জানান। এক পর্যায় ইউএনও বিষ্ণুপদ পদ পাল, সংসদ সদস্য মকবুল হোসেন ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করে সভার কাজ শুরু করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন