বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনসহ চার দফা দাবীতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট'স এ্যাসোসিয়েশন।
সংগঠনটির জেলা শাখার আয়োজনে আজ দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি, আল মাহমুদ রিফাত,সাংগঠনিক সম্পাদক সজিব মাহমুদ, নাটোর ম্যাটস'র পরিচালক হৃদয় আহমেদসহ অন্যান্যরা। অবিলম্বে চারদফা দাবী বাস্তবায়ণ না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে তারা জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার