বরিশালের গৌরনদীর নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩ ছাত্রকে বেদম মারধর করেছে একই স্কুলের দশম শ্রেণিরা ছাত্ররা। আজ সংঘর্ষে আহতদের মধ্যে দুই জনকে আশংকাজনক অবস্থায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো- নবম শ্রেণির ছাত্র ও উপজেলার কান্ডপাশা গ্রামের বাসিন্দা আলামিন মৃধা, হৃদয় সিকদার ও সায়েম সরদার।
আহত সায়েম জানান, আজ দশম শ্রেণির ছাত্র নবীন সরদারকে স্কুল ক্যাম্পাসে তুই বলে সম্বোধন করে আলামিন ও হৃদয়। এ ঘটনাকে কেন্দ্র করে বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নবীন ও খায়রুল তাদের পথরোধ করে মারধর করে। আলামিন ও হৃদয়ও পাল্টা হামলা চালায়। কিছুক্ষণ পর নবীন, খায়রুল ও মনিরসহ ১০-১২ জন লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। আশংকাজনক অবস্থায় আলামিন ও হৃদয়কে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম জানান, শিক্ষার্থীদের সংঘর্ষের কোন খবর তিনি জানেন না। লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার