ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে আজ নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দিপংকর কুন্ডের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, জোসনা বেগম, তুষার সেন, রবিন্দ্র নাথ মাঝি ও সম্পা দাস।
বক্তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ বিচারের দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার