দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী রেলক্রসিং এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। তার নাম ইদ্রিস আলী, বয়স ৬৫ বছর। বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
এ ব্যাপারে দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে থানার (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সাত্তার জানান, রাজশাহী থেকে নীলফামারীগামী একটি মালবাহী ট্রাক পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী রেলক্রসিং এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ইদ্রিসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
এঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।
নিহত ইদ্রিস আলী উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চকমুসা এলাকার মৃত সাবের আলীর ছেলে।
বিডি প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ