চলমান রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক অবস্থার উন্নয়নসহ বিবিধ বিষয়ে বর্ধিত সভা করেছে নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগ। আজ বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ বর্ধিত সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছেরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিউল ইসলাম দুলাল, মাওলানা আবু বক্কর সিদ্দিক, আবদুস জাহের, ইন্দ্র ভূষন সেন কান্তি, সাংগঠনিক সম্পাদক নুর আলম, উপজেলা যুব লীগের আহবায়ক হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খালেদ মোশারফ রাজু, সাধারণ সম্পাদক মো.কামাল উদ্দিন, উপজেলা ছাত্র লীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন সুমন প্রমুখ।
বর্ধিত সভায় সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক এবং সহযোগী ও অঙ্গসংগঠনের উপজেলা পর্যায়ের সভাপতি, সম্পাদকগন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার