লক্ষ্মীপুরে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে (আজ) মঙ্গলবার বিকালে এ কর্মসূচি পালন করেন তারা।
শহরের উত্তর তেমুহনী এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দনবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি জামায়াতকে কোন ধরণের সন্ত্রাস-নৈরাজ্য করতে দেওয়া হবেনা। আওয়ামী লীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে তা প্রতিহত করার আহবান জানান নেতারা। পরে সভামঞ্চ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল