রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার রেলগেট বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আলতাফ হোসেন জানান, রাজশাহী থেকে শাহজালাল নামে একটি বাস চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে বেঙ্গল নামে আরেকটি বাস রাজশাহী যাচ্ছিল। পথে রেলগেট বাইপাস মোড়ে বাস দু'টির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হন। তাদের মধ্যে এক শিশুসহ দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
আহত সবাইকে উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ