ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরস্থ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন কাঁচা বাজারে অভিযান চালিয়ে ৫২ বোতল ফেনসিডলিসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রবিবার বেলা দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।
ফরিদপুর র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিক্তিতে র্যাব মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন কাঁচা বাজারে অভিযান চালায়। এসময় চরকমলাপুর এলাকার সুশান্ত সরকার (৪২), গোয়ালকান্দি এলাকার তারেক শেখ (২৪) এবং দক্ষিণ চরকমলাপুর এলাকার মুরাদ সিকদারকে আটক করে। এসময় তাদের সবজির ঝুড়ির ভেতর থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা কাঁচা বাজারে সবজির ব্যবসা করে আসছেন। দীর্ঘদিন ধরে সবজির ব্যবসার আড়ালে তারা ফেনসিডিলের ব্যবসা করতেন। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন