মাদারীপুরে ৩ হাজার কেজি জাটকাসহ দুই জনকে আটক করেছে র্যাব। কালকিনি উপজেলার মিয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান। পরে আজ দুপুর পর্যন্ত ঐ মাছ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, কালকিনির এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি এলাকার রূপাই সরদারের ছেলে রাশেদ সরদার (১৮) এবং আব্দুল হাদী হাওলাদারের ছেলে আফজাল হোসেন (৩৩)।
র্যাব-৮ মাদারীপুর ক্যম্পের সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার মিয়ারহাট এলাকায় বিভিন্ন নদী থেকে জাটকা ধরে এনে বিক্রি করে আসছিল অসাধু কিছু ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি জাটকাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয়ে একটি পিকআপ। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
র্যাব-৮-এর কোম্পানী কমান্ডার মো. তাজুল ইসলাম বলেন, জাটকা বিক্রি করা বা মজুদ করা দুটাই দণ্ডনীয় অপরাধ। জাটকা বহণের দায়ে আটক দুইজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল মামুন। এছাড়াও জাটকা ব্যবসার সাথে যারা জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার