টাকার অভাবে রেজিস্ট্রেশন করতে না পেরে লজ্জায় অপমানে অঞ্জনা নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের দক্ষিন আকনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অঞ্জনা দক্ষিন আকবাড়িয়া গ্রামের কালীপদ শীলের মেয়ে এবং সদরপুর বাইশরশি শিব সুন্দরী একাডেমির নবম শ্রেণির ছাত্রী। আজ রবিবার ছিল অঞ্জনার নবম শ্রেণির রেজিস্ট্রেশনের শেষ দিন।
ক্লাসের সকল বান্ধবীরা রেজিস্ট্রেশন করলেও টাকার অভাবে অঞ্জনা রেজিস্ট্রেশন করতে পারেনি। রেজিস্ট্রেশন করতে না পারার কষ্ট ও লজ্জায় রবিবার সকালে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকাল ৯টার দিকে অঞ্জনার লাশটি তার ঘর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। অঞ্জনার কয়েকজজন বান্ধবী জানান, অঞ্জনা রেজিস্ট্রেশন করতে পারবে না তাদের কাউকে বলেনি। কয়েকদিন ধরে সে কারো সাথে তেমন একটা কথা বলতো না।
অঞ্জনার পরিবারের সদস্যরা জানান, অঞ্জনা এমন কাজ করবে তা আমরা কখনোই কল্পনা করিনি। টাকার অভাব ছিল, কিন্তু রবিবার তাকে টাকা দেওয়ার কথা ছিল।
শিব সুন্দরী একাডেমীর প্রধান শিক্ষক আবদুল বারেক জানান, টাকার অভাবে অঞ্জনা আত্মহত্যা করেছে এটা দুঃখজনক। সে যদি আমাদের কাছে টাকার কথাটি বলতো তাহলে আমরা তার রেজিস্ট্রেশন ফ্রি করে দিতাম।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ঘটনাটি জানার পর পুলিশ বাড়ী থেকে অঞ্জনার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৮/মাহবুব