অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল সাড়ে ৫টার দিকে পৌরশহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে গণজাগরণ মঞ্চ, মানিক মালা খেলাঘর আসর, উদীচী শিল্পী গোষ্ঠী ও প্রভাতী পাঠাগারের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানিক মালা খেলাঘর আসর খেপুপাড়া শাখার সভাপতি মিসেস মনোয়ারা বেগমের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারণ সম্পাদক নাসির তালুকদার, মানিকমালা খেলাঘর আসর খেপুপাড়া শাখার সহ-সভাপতি মো.হেমায়েত উদ্দিন লিটন, খেপুপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক মো.রফিকুল ইসলাম, প্রভাষক মো.নিজাম উদ্দিন, শিক্ষক আতাজুল ইসলাম প্রমুখ। বক্তরা অবিলম্বে হামলাকারী ও তার মদদদাতাদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার