অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। রবিবার বিকেলে নগরীর পূবালী চত্বরে সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা জেলা শাখা। এতে বক্তব্য রাখেন পাপড়ি বসু, হাসান ইমাম মজুমদার ফটিক ও ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ প্রমুখ। নগরীর টাউন হলের সামনে মানববন্ধন করে কুমিল্লায় অবস্থানরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন আলী আকবর মাসুম, সেলিম রেজা সৌরভ ও রোকেয়া আক্তার শেফালী প্রমুখ।
এছাড়া আজ দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আউয়াল চৌধুরীর উপস্থাপনায় মানববন্ধনে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ড. মুহম্মদ জাফর ইকবাল একজন ক্ষণজন্মা ব্যক্তি, তিনি বাংলাদেশের সম্পদ। তার উপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার