যশোর জেলার কেশবপুরে ট্রাকচাপায় শফিকুল ইসলাম (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পাঁজিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শফিকুল পার্শ্ববর্তী সাগরদত্তকাঠি গ্রামের কুবাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বালুবোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে পাঁজিয়ার দিকে যাচ্ছিল। পথে সর্দার রাইস মিলের সামনে পথচারী শফিকুলকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
বিডিপ্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৮/ ই জাহান