বরগুনার পাথরঘাটায় র্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' জলদস্যু হাসান বাহিনীর ২ সদস্য নিহত হয়েছে। সোমবার ভোরে পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদের মাঝের (বিহঙ্গ) চরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় এক নলা বন্দুক ২টি, ৪৯ রাউন্ড গুলি, পাইপগান ৪টি এবং ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নিহত দস্যুরা হলেন, আতাউর রহমান সরদার (২৫) ও রবিউল ইসলাম মালি (২৫)। তবে র্যাবের পক্ষ থেকে জলদস্যুদের বাড়ির ঠিকানা জানাতে পারেনি। বরিশাল র্যাব ৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসান ইমন আল রাজিব বলেন, সোমবার সকাল ৬টা থেকে পাথরঘাটার বলেশ্বর নদের মাঝের (বিহঙ্গ) চর অভিযান চালানো হয়। এ সময় র্যাবের টের পেয়ে সুন্দরবনের দুর্ধর্ষ হাসান বাহিনীর সদস্যরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায় জলদস্যুরা দলছুট হয়ে পড়ছেল তল্লাশি চালিয়ে ২ জলদস্যুর মরদেহ পাওয়া যায় এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র ও চাল, ডাল, সৌর বিদ্যুতের ব্যাটারী উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানা পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, র্যাবের ডিএডি আমজাদ হোসেন বাদী হয়ে একটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের করেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৮/মাহবুব/হিমেল