কক্সবাজারের উখিয়ার কুতুপালং থেকে ৪৭ হাজার ইয়াবা এবং সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। রবিবার রাতে পাচারের সময় কুতুপালং বাজার থেকে ইয়াবা ও গাঁজা সহ ওই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক নুরুল ইসলাম (২৪) কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
র্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মো: রুহুল আমিন জানান, মিয়ানমার থেকে পালিয়ে উখিয়ার কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেয়া এ রোহিঙ্গা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৭ হাজার ইয়াবা এবং সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/৫ মার্চ ২০১৮/হিমেল