বরিশালে ন্যায্য মূল্যে খোলা বাজারে চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে নগরীর ৭ জন ডিলারের দোকান থেকে ৩০ টাকা কেজি দরে চাল এবং ১৭ টাকা কেজি দরে আটা বিক্রি কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ডিলারের দোকানে ক্রেতাদের ভীর দেখা গেছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বরিশাল নগরীর ২১ জন ডিলারের মধ্যে প্রতিদিন ৭ জন করে ডিলারকে ১ টন করে চাল এবং ১ টন করে আটা দেয়া হচ্ছে। একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল এবং ১৭ টাকা দরে কেজি সর্বোচ্চ সমপরিমান আটা কিনতে পারবেন।
ক্রেতা মো. হানিফ জানান, খুচরা বাজারে চাল ও আটার দাম অনেক বেশী। তুলনামূলক কম দামে খোলা বাজার থেকে চাল ও আটা কিনতে পেরে তিনি খুব খুশী। ওএমএস কার্যক্রমে তার মতো সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
নগরীর ফরিয়াপট্টি এলাকার ওএমএস ডিলার মো. মাসুদ রানা জানান, সরকারের দেওয়া চাল এবং আটার মান খুব ভাল। তবে চাল ও আটার পরিমান আরও বাড়িয়ে দিলে ক্রেতাদের চাহিদা পূরন করা যেতো।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মশিউর রহমান বলেন, সরকারের এই কার্যক্রমের ফলে চালের বাজার নিয়স্ত্রণে আসবে এবং সাধারন জনগনও এতে উপকৃত হবে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর