বরিশালের উজিরপুর উপজেলা সদরের মাদারশী এলাকায় রিনা বগম (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে রিনার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যাওয়ার চেষ্কাটালে তার স্বামী শিপন হাওলাদার, তার বাবা ইসমাইল হাওলাদার এবং মা সুফিয়া বেগমকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত দেড় বছর আগে শিপনের সাথে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়ার আক্কেল আলী সরদারের মেয়ে রিনার বিয়ে হয়। নানা বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। গত রবিবার মধ্যরাতে শিপন বাড়ি ফেরার পর তার মুঠোফোনে একটি কল আসাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী’র মধ্যে তুমুল ঝগড়া হয়। এ সময় শিপন তার স্ত্রী রিনাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
পরে হত্যার দায় থেকে বাঁচতে শিপনের পরিবারের সদস্যরা রিনা আত্মহত্যার চেষ্টা চালিয়েছে গুজব ছড়িয়ে তার নিথর দেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানভীর গৃহবধূ রিনা বেগমকে মৃত ঘোষণা করেন এবং তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এ সময় শিপন ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে থানা পুলিশ তাদের ৩ জনকে আটক করে।
উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, চিকিৎসকের সন্দেহ হওয়ার পর পুলিশ রিনার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় শিপন ও তার বাবা-মাকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে রিনাকে হত্যার অভিযোগ প্রমাণিত হলে আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি শিশির।
বিডি প্রতিদিন/৫ মার্চ ২০১৮/হিমেল