খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে বিএনপি’র বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছে আওয়ামী লীগ। গত ৪ মার্চ এক বিবৃতিতে খুলনা বিএনপি এই জনসভাকে বোকাবাজির জনসভা ও কথার ফুলঝুড়ি হিসেবে মন্তব্য করে। একই সাথে ১৬ জেলা থেকে লোক ভাড়া করে জনসভায় আনা হয় বলে বিবৃতি দেয়। এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
বিএনপি’র এই বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ। এতে নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তালুকদার আব্দুল খালেক বলেন, ২০০৮ সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, তার সবগুলোই বাস্তবায়িত হয়েছে। খুলনা আবু নাসের হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ, আধুনিক রেলওয়ে স্টেশন, মংলা বন্দরের উন্নয়ন হয়েছে। তিনি বিএনপি’র বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘বেগম খালেদা জিয়া ২০০১ সালের সংসদ নির্বাচনে খুলনা থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি ওই সময় ১৮ দফা দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর বিএনপি ৫ বছর ক্ষমতায় ছিলো। যদি ওইসব দাবির একটিও পূরণ হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমি রাজনীতি থেকে অবসর নেবো।’
তিনি প্রশ্ন তোলেন, ‘উনারা তো ক্ষমতায় ছিলেন তখন আবু নাসের হাসপাতাল, মংলা বন্দর ও পাটকলগুলো বন্ধ হলো কেন?’
আওয়ামী লীগ নেতারা বলেন, খুলনার জনসভায় স্বতস্ফুর্তভাবে নেতাকর্মীরা এসেছেন। খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাটের বাইরে থেকে কোন নেতাকর্মীকে জনসভায় আনা হয়েছে একথা কেউ প্রমাণ করতে পারবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মাওয়া-খুলনা সড়ক, আবু নাসের স্টেডিয়াম নির্মাণ করেছে। কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর নির্মাণকাজ চলমান রয়েছে। এছাড়া বিএনপি’র আমলে বন্ধ হওয়া নিউজপ্রিন্ট মিলের একাংশের জমিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বাকি জমিতে পেপার মিল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
‘জনসভায় বিশিষ্ট ব্যবসায়ী সালাম মুর্শিদীর খুলনার ছয়টি আসনের দায়িত্ব নেওয়ার বক্তব্য’ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, জনসভায় বক্তব্য দেওয়া মানেই যে রাজনীতি রাজনীতিবিদদের হাত থেকে ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছে এমনটা নয়। এখনো পর্যন্ত দল থেকে তার ব্যাপারে কোন সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত ৩ মার্চ খুলনার সার্কিট হাউস ময়দানের জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি ১০০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/৫ মার্চ ২০১৮/হিমেল