নাটোরের গুরুদাসপুরে অবৈধ সোতিজালের বাঁশের বেড়া ও সরঞ্জামাদি উচ্ছেদ করা হয়েছে।
সোমবার সকাল থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে আত্রাই নদীর সাবগাড়ী পয়েন্টের সাতটি সোতিজালের বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিবছর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী পয়েন্টের আত্রাই নদীতে বাঁশের বেড়া দিয়ে পানি আটকে অবৈধ সোতিজাল পেতে মাছ শিকার করার ফলে নদীতে প্রচন্ড স্রোত সৃষ্টি হয়ে নদী পাড়ের ঘর-বাড়ী নদী গর্ভে বিলীন হতে বসেছে। একদিকে চলন্ত নদীতে যাত্রী ও মালবাহী নৌকা চলাচলের সময় মাঝে-মধ্যেই নৌকা দুর্ঘটনায় প্রাণহানির মত ঘটনা ঘটত। সেই সাথে ঘর-বাড়ি নদী গর্ভে বিলীনের হাত থেকে রক্ষা করতে ,মূলত এলাকার প্রভাবশালীরা যেন আগামী বর্ষা মৌসুমে আত্রাই নদীতে বাঁশের বেড়া দিয়ে পানি আটকে রেখে মাছ শিকার না করতে পারে, তার আগাম প্রস্তুতি সরুপ ৪০ জন শ্রমিক দিয়ে বাঁশের বেড়া ও সোতিজালের সরঞ্জাম ও এই অবৈধ বাশের বেড়া উচ্ছেদ করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট গণপতি রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা এ কে এম আব্দুল হালিম, এবং গুরুদাসপুর থানার এস আই তারেকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বেড়া উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী মাজিস্ট্রেট গণপতি রায় বলেন, আগামী বর্ষা মৌসুমে কেউ যেন এই অবৈধ সোতিজাল না দিতে পারে তার আগাম প্রস্তুতিতে এই অভিযান চালানো হয়েছে। আগামী বর্ষা মৌসুমে গুরুদাসপুরে কোথায়ও এই সোতিজাল দিতে দেওয়া হবে না। কেউ এই সোতিজাল দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৮/ ই জাহান