রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে নিহত ব্যক্তির বয়স ৫০ এর উর্ধ্বে হতে পারে। তার পরনে ছিল পাঞ্জাবি আর লুঙ্গি।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের তাইতং এলাকার চুশাক পাড়ায় সেগুন বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাঙামাটির রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের তাইতং এলাকার চুশাক পাড়ায় সেগুন বাগানে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। কিন্তু লাশের মুখ বিক্রিত হয়ে যাওয়ার কারণে স্থানীয়রা তাকে চিন্তে পারেনি। তবে ময়না তদন্তের জন্য রাজস্থলী থেকে লাশটি রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাঙামাটির রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুবুল আলম জানান, পুলিশ একটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিক লাশের নাম পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের পর জানা যাবে এটা হত্যাজনিত ঘটনা কি না।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন