গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় রাফিউল ইসলাম (২২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রাফিউল রামচন্দ্রপুর ইউনিয়নের ৬নং রামচন্দ্রপুর গ্রামের জলের মোড় এলাকার ফকু মিয়ার ছেলে।
সোমবার রাতে উপজেলার গাইবান্ধা-নাকাইহাট সড়কের হরিনসিংহা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, রাফিউল ইজিবাইকে গাইবান্ধা শহর থেকে বাড়ি যাচ্ছিলেন। হরিণসিংহা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাক ওই ইজিবাইকে ধাক্কা দেয়। এতে রাফিউল ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক রফিউলকে মৃত বলে ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন