নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার হাসনাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার জানিয়েছেন, হাসনাবাদ বাজারে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৮/ ই জাহান