নাটোরের বাগাতিপাড়ার রহিমানপুরে গ্রামীণ রাস্তা ভেঙ্গে যাওয়ায় চরম জনদুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। রাস্তা ঘেঁষে খনন করা পুকুরের কারণেই এমন ঘটনা ঘটছে বললেন সংশ্লিষ্টরা। পুকুরসংলগ্ন রাস্তার ধারে প্রতিরক্ষামূলক দেওয়াল নির্মাণের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙ্গা স্থানগুলো সংস্কারের দাবি করেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার রহিমানপুরে হেনার মোড় থেকে রহিমানপুর বাজারের হয়ে বজরাপুর এবং বাজার থেকে সরকারপাড়া হয়ে বাজিতপুরের গ্রামীন ওই রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী সহ হাজারো মানুষ আসা-যাওয়া করে। রাস্তাটির পাশে কয়েকটি পুকুর রয়েছে। পুকুর থাকা স্থানগুলোতে রাস্তা ভেঙ্গে পুকুরে চলে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের দাবি পুকুরগুলো খননের সময় বিধিঅনুযায়ী যতটুকু পাড় রাখার কথা, ততটুকু না রাখাতেই রাস্তা ভেঙ্গে ব্যাপক ক্ষতি হচ্ছে।
স্থানীয়দের দাবি, পুকুর খননের সময় কর্তৃপক্ষ সঠিকভাবে যাচাই বাছাই না করে অনুমতি দেয়াতেই এমন সমস্যা সৃষ্টি হচ্ছে। যার মাসুল গুনতে হচ্ছে এলাকাবাসীকে।
রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছালেহা খাতুন বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিদিন ওই রাস্তা দিয়ে হাজারো মানুষ চলাচল করে। কিন্তু রাস্তাটির বেশ কিছু স্থান ভাঙ্গা থাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। রাস্তাটি সংস্কার করা খুবই জরুরী হয়ে পড়েছে।’
জামনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন সরকারের দাবী, ‘আমি অনেকবার ভাঙ্গা রাস্তা সংস্কারের ব্যাপারে যথাযথ কর্তপক্ষকে জানিয়েছি। ইউএন স্যারও সরেজমিনে দেখে গেছেন। ’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা দাবি করেন, ‘বিধিমোতাবেক প্রত্যকটি পুকুরের পাড় রাখতে হবে। ওই এলাকাবাসী উপজেলা প্রশাসনকে জানালে বিধিলঙ্ঘনকারী পুকুর মালিকদের নোটিশ করে সমস্যাটি সমাধানের ব্যবস্থা নেয়ার সুযোগ আছে।’
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী এস.এম শরিফ খান বলেন, আমি পূর্বেও রাস্তাটি দেখেছি। আবারো সরেজমিনে দেখে রাস্তাটি সংস্কার এবং পুকুর সংলগ্ন স্থানগুলোতে স্থায়ীভাবে সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তবে যে কারণেই রাস্তার ক্ষতি হোক কর্তৃপক্ষ খুব দ্রুত রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
বিডিপ্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৮/ ই জাহান