নেত্রকোনার কেন্দুয়া-ময়মনসিংহ সড়কের রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে ট্রাকের ধাক্কায় হুমায়ুন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া জাহাঙ্গীর নামে আরও এক আরোহী আহত হয়েছেন। আজ সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার তদন্ত ইনচার্জ স্বপন চন্দ্র সরকার জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছেন। নিহত হুমায়ুন কাপড় বিক্রেতা ছিলেন বলেও জানান তিনি। এছাড়া আহত জাহাঙ্গীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হুমায়ুনের বাড়ি তেতুলিয়া ইউনিয়নে। তার বাবার নাম সাহেদ আলী।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ