দুবাই থেকে বাড়ি ফিরতে গিয়ে লাশ হলো কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্র নাছির উদ্দিন ইমনসহ দুইজন। ইমন(২০) কুমিল্লা বুড়িচং উপজেলার এতবারপুরের ফরিদ ভূইয়ার ছেলে। আরেকজন তাদের প্রাইভেটকারের চালক একই উপজেলার কংশনগর গ্রামের হরমুজ মিয়ার ছেলে মোঃ রনি (২৩)।
শনিবার ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর গোমতা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়,ইমন দুবাইতে বেড়াতে যায়। এয়ারপোর্ট থেকে ফেরার পথে প্রাইভেট কারটির চাকা পাংচার হয়ে সড়কের ডিভাইডারে আঘাত করলে গাড়িতে থাকা দুইজন ছিটকে মহাসড়কে পড়ে। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতলে নিলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র জাহারী বলেন, একটি প্রাইভেট কারের সামনের চাকা পাংচার হয়ে আইল্যান্ডে উঠে যায়। গুরুতর আহতদের স্বজনরা উদ্ধার করে নিয়ে যায় বলে জেনেছি।
বিডিপ্রতিদিন/ ১০ মার্চ, ২০১৮/ ই জাহান