গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তি এলাকায় শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী সানজিদা খাতুনের (৮) মরদেহ উদ্ধার করেছে ডুবুরী দল। শনিবার রাত পৌণে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
সানজিদা ভাদার্ত্তি এলাকার পারভেজ মিয়ার মেয়ে। সে ওই এলাকায় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী ও কালীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ভাদার্ত্তি এলাকায় সানজিদা খাতুনসহ ৩ শিশু শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সানজিদা পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দল রাত পৌণে ১১টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে সানজিদার মরদেহ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী জহির উদ্দিন জানান, গোসল করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হয় সানজিদা। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা খুজাখোঁজির পর রাত পৌণে ১১টার দিকে শীতলক্ষ্যা নদীর প্রায় ২৫ থেকে ৩০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৮/হিমেল