শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ১১ দফা দাবিতে বাগেরহাটে বেসরকারি শিক্ষক কর্মচারিরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। ঢাকায় ১৪ মার্চ মহাসমাবেশকে সামনে রেখে সোমবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষক-কর্মচারি সংগ্রাম কমিটির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি, কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কারিগরি কলেজ শিক্ষক সমিতিসহ সর্বমোট নয়টি সংগঠনের নের্তৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন, শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারি সংগ্রাম কমিটির আহ্বায়ক সমন্বনকারী মুকুন্দ কুমার দাস, বাগেরহাট সদর উপজেলার আহবায়ক হুমায়ুন কবির, শিক্ষক কর্মচারি সংগ্রাম কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। আমরা ১১ দফা দাবিতে নয়টি সংগঠন একত্রিত হয়ে এই আন্দোলন করছি। শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয়, তাহলে দেশে এখন শিক্ষাব্যবস্থা নিয়ে বৈষম্য বিরাজ করছে। তৃণমূল পর্যায়ে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে অবহেলিত শিক্ষক কর্মচারি রয়েছি তাদের অবিলম্বে জাতীয়করণ করতে হবে। তাহলেই বৈষম্য দূর হবে।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৮/হিমেল