নোয়াখালীর সোনাইমুড়ীতে কাতার প্রবাসী শাহ আলম আজমী ওরফে আরজু হত্যার ৪৪ দিন পর লাশ উত্তোলন করেছে পিবিআই। সোমবার দুপুরে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামন খানের নেতৃত্বে পিবিআই ও থানা পুলিশের সহায়তায় পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
গত ২৮ জানুয়ারী রাত দেটার দিকে হত্যার ঘটনায় এলাবাসীর পক্ষে স্থনীয় ইউপি মেম্বার বাবলু আহমেদ পাটোয়ারী বাদী হয়ে নিহতের স্ত্রী শিমু আক্তার (৩২) ও নিহতের ভাগিনা মো: রনি (২৫) সহ আরো অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে ৫ ফ্রেরুয়ারী নোয়াখালী জেলা জজ আদালতে মামলা করে।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, শাহ আলম আজমী ওরফে আরজু বিদেশে থাকার সুযোগে তার বোন লাকি আক্তারের ছেলে রনি (২৫) এর সাথে তার স্ত্রী সিমা আক্তার শিমু (৩২) এর পরকিয়া সম্পর্ক গড়ে উঠে। একপর্যয়ে মামি-ভাগ্নে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। কোটি টাকার সম্পদ আত্মসাৎ করার জন্য স্ত্রী শিমু ও তার প্রেমিক রনি আরজুকে খাবারের সঙ্গে বিষাক্ত দ্রব মিশিয়ে ও শ্বাসরোধে হত্যা করে।
বর্তমানে মামলাটি জেলা পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিবিআই) তদন্ত করছে।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৮/হিমেল