বাগেরহাটের মোল্লাহাটে দু'পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পূর্ব শত্রুতার জের ধরে রবিবার রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন- মোল্লাহাটের বড়গাউলা গ্রামের একই পরিবারের রমেশ মজুমদার (৫৫), সন্তু (২৫), শেখর মজুমদার (৪০), বিউটি (৩৫), রূপা (৩০) ও হিরা মজুমদার (১৮)। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের জখম করা হয়েছে। এর মধ্যে শেখর ও হিরা মজুমদারের অবস্থা আশংকাজনক। এদিকে ঘটনার সময় আহত প্রতিপক্ষের সংলাপ রায় একই হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহত রমেশ মজুমদারের ভাই দিলিপ মজুমদার জানান, রবিবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একই পরিবারের ৬ জনকে জখম করে। এসময় তারা নগদ দেড় লাখ টাকা লুট করে। থানায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিপক্ষ সংলাপ রায়ের পরিবার পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার