ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষি নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার বেলা পৌনে দুইটার দিকে অভিযান চালিয়ে মাদকসহ শরিফুল ইসলাম নামের ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচউদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে রায়পুর ইউনিয়নের লক্ষি নারায়নপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় আমিনুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৪) কে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৮৫ পিস ইয়াবা পায় র্যাব সদস্যরা। স্থানীয় এলাকাবাসী র্যাবকে জানায়, শরিফুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মধুখালীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদক ব্যবসাসহ নানাপ্রকার অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ শরিফুলকে মধুখালী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। শরিফুলের বিরুদ্ধে মধুখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে র্যাব জানায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন