দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় মিঠুন (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪জনকে আটক করেছে পুলিশ।
নিহত মিঠুন (২৭) হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে।
রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে হাকিমপুর উপজেলার হিলি পৌরসভার ২নং ওয়ার্ডের ধরন্দা মহল্লায় এই হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে এবং ভোরে অভিযান চালিয়ে ৪জনকে আটক করে পুলিশ।
হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন