বরিশালের মুলাদীতে আবুল বাশার প্রিন্স (৩২) নামে ইটালী প্রবাসী এক ছাত্রলীগ কর্মীকে অপহরণের দুই দিন পর আড়িয়াল খাঁ নদী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বরিশাল ময়না তদন্ত শেষে প্রিন্সের মরহেদ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের বাবা নেছারউদ্দিন বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন মুলাদী থানার ওসি (তদন্ত) সাইয়েদুর রহমান। হতভাগা প্রিন্স ওই উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের নেছারউদ্দিন সিকদারের ছেলে।
এদিকে প্রিন্সের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে আজ সকালে উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ এলাকায় একটি মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়রা জানান, প্রিন্স ধর্ণাঢ্য পরিবারের সন্তান। তারা দুই ভাই ইতালী থাকেন। এলাকায় তাদের কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। এ কারণে তাদের শত্রুও বেশি। সম্প্রতি দেশে ফিরে এসে মুলাদী বসবাস শুরু করেন এবং জমিজমা দেখাশুনা করেন প্রিন্স। আড়িয়াল খাঁ নদীর অপর প্রান্তে চরআলিমাবাদ ইউনিয়নের চরে নেছার সিকদারের মালিকানাধীন জমি কেটে গত শুক্রবার রাতে রাস্তা নির্মাণ করছিল প্রতিপক্ষরা। এ খবর পেয়ে নেছারউদ্দিন ও তার ছেলে আবুল বাশার প্রিন্সসহ অন্যারা রাতেই খেয়া পাড়ি দিয়ে ঘটনাস্থলে যান। প্রতিপক্ষ গ্রুপ মসজিদের মাইকে গ্রামে ডাকাত এসেছে ঘোষণা দেয়।
এসময় গ্রামবাসী লাঠিসোটা নিয়ে হামলা করে। নেছারউদ্দিনসহ অন্যান্যদের বেদম মারধর করলে তারা দৌঁড়ে পালিয়ে রক্ষা পান। কিন্ত হামলাকারীরা তার ছেলে আবুল বাশার প্রিন্সকে আটক করে বেদম মারধর করে। এতে তার মৃত্যু হলে তারা প্রিন্সের লাশ নদীতে ফেলে দেয়।
মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) সাইয়েদুর রহমান জানান, গত শনিবার নেছার উদ্দিন তার ছেলেকে অপরহণের অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলাটি হত্যা মামলা হিসেবে পরিগণিত হবে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার