পার্বত্যাঞ্চলের মানুষের জীবন মানোন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সংস্থা ইউএসএইড সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
সোমবার দুপুরে রাঙামাটি সফরের প্রথম এসে পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়ার সঙ্গে
সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এসব কথা বলেন।
এ সময় ইউএসএইড এর বাংলাদেশ মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি, রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহামদ সহ পরিষদের সদস্যসহ সংস্থাটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত রুদ্ধদার বৈঠকে পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের
জীবন মানোন্নয়নে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও পার্বত্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত চাকমা চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি।
এছাড়া রাঙামাটির ইউএনডিপির কার্যালয় পরিদর্শনসহ রাঙামাটি জেলা প্রশাসক মো এ কে এম মামুনুর রশিদ ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার সঙ্গে বৈঠক করেন তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন