ফেনী শহরের মধুপুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। এসময় পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষে তিনজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪ রাউন্ড গুলি ছুড়েছে এবং তিন জনকে আটক করেছে।
পুলিশ জানায়, আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে তারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। এসময় গ্রামবাসী তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ধাওয়া করলে তারা মহাসড়কে গিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এসময় কয়েক রাউন্ড গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। পরে নিকটস্থ র্যাব ক্যাম্প থেকে র্যাব বের হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। বাখরাবাদ গ্যাস লি: ঘটনাস্থলে ৭ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে বাখরাবাদ কর্মকর্তারা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার