জেলা আইন-শৃঙ্খলা সভার সিদ্ধান্তের আলোকে নোয়াখখালী সদর উপজেলার সোনাপুর বাজারে অসহনীয় যানজট নিরসন ও সরকারি ভূমি উদ্ধারের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ দিনব্যাপি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। যানজটের অবসান না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম
এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সিএ-২ মো.আজাদ উদ্দিনসহ সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, নোয়াখালী পৌরসভা ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন থেকে এক শ্রেণীর মানুষ সরকারি ভূমি অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে তুলেছে। এতে সোনাপুর বাজার ও জেলা সদরের প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়। সোনাপুর জিরো পয়েন্টসহ জেলার অন্যান্য স্থানে বিদ্যমান যানজট নিরসন ও সরকারি ভূমি উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে। যানজটের অবসান না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সোনাপুর জিরো পয়েন্টসহ জেলার অন্যান্য স্থানে বিদ্যমান যানজট অবসান না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, নোয়াখালী পৌর সভা উক্ত উচ্ছেদ কার্যক্রমে যানবাহন ও জনবল দ্বারা সার্বিক সহযোগিতা প্রদান করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার