নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৪টার দিক থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।
পুলিশ জানায়, উত্তরা গণভবনের উত্তর পাশে ইকবালের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ ও র্যাবের সদস্যরা। ভোরে বাড়িটি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এসময় তাদের আত্মসমর্পনের জন্য আহ্বান করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আব্দুল হাই জানান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ওই বাড়িটি ঘিরে অবস্থান করছে।
ইতোমধ্যে ওই বাড়িতে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, সাড়া না পেলে অল্প সময়ের মধ্যে অভিযান চালানো হবে।
বিডি প্রতিদিন/১৩ মার্চ ২০১৫/এনায়েত করিম