ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ১২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। আজ ভোরে সাতক্ষীরা সীমান্তের তলুইগাছা গ্রাম থেকে এই গাঁজা আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুৃলিশ পরিদর্শক আলি আহমেদ হাশেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপ-পরিদর্শক শাহরিয়ারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সীমান্তের তলুইগাছা গ্রামের দুটি বাড়িতে হানা দেয়। এ সময় ওই দুই বাড়ি থেকে ১২ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছেন মো. শহিদুল ইসলাম ও মো. আলি হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার