নোয়াখালী সুধারামের আমির আলীসহ ৩ জনের মানবতাবিরোধী অপরাধ মামলার ফাঁসির রায় হওয়ায় নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ সকলে আনন্দিত। একই সাথে তারা খুশিতে মিষ্টি বিতরণ করছে। আজ মানবতাবিরোধী অপরাধ মামলায় সাজাপ্রাপ্ত আসামি আমির আলীর বাড়ি নোয়াখালী পৌরসভার ফকিরপুর গ্রামে।
নোয়াখালী জেলা মুক্তি যোদ্ধা সংসদ ও গণজাগরণের কর্মীরা আনন্দ-উল্লাশ করছে এবং মিষ্টি বিতরণ করছে। আমির আলীসহ বাকি ৩ জনের মধ্যে জয়নাল আবেদীন ও আবদুল কুদ্দছ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে এবং অপর আসামি আবুল কালাম ওরফে একএম মনসুর পলাতক রয়েছে। এছাড়া মামলার আরেক আসামী ইউছুফ আলী গ্রেপ্তরের পর অসুস্থ হয়ে মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে বাদ দেয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্য অগ্নিসংযোগ ও লুটপাটের ৩টি মামলা রয়েছে। ২০১৬ সালে ২০ জুন তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ১১১ জনকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।
খুশিতে মিষ্টি বিতরণ করছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা সংসদ নোয়াখালী, কামাল উদ্দিন মুক্তিযোদ্ধা, গণজাগরণ মঞ্চের কর্মী অ্যাড. এমদাদ হোসেন কৈশর ও অ্যাড. আলমাস খান।
বিডি প্রতিদিন/এ মজুমদার