জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে লাল কার্ড দেখিয়ে দিনাজপুর জিলা স্কুলের ১১শ' শিক্ষার্থী শপথ নিয়েছে। পাশাপাশি নৈতিক শিক্ষা সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে ছাত্ররা সবুজ কার্ড দেখিয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর জিলা স্কুল মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়নুল আবেদীন শপথবাক্য পাঠ করান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। এছাড়াও বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক আক্তারা পারভীন, উদ্যোক্তা মুকিদ হায়দার শিপন, আবুল কালাম আজাদ, শরীর চর্চা শিক্ষক মোঃ মোকাদ্দেম আনোয়ার ওয়ান্ডার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়নুল আবেদীন বলেন, দেশের ৪৫টি জেলায় প্রায় ৫ হাজারের বেশী স্বেচ্ছাসেবী সদস্যের বিন্দু বিন্দু চেষ্টায় প্রতিনিয়ত প্রত্যাশার পথেই এগিয়ে যাচ্ছে সংগঠনটি। তাদের প্রতিমাসের টিফিনের টাকা থেকে ১ দিনের টাকা বাচিয়ে জঙ্গিবাদ, মাদক ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, দুর্নীতি ও শিশু নির্যাতন প্রতিরোধে তারা কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস এই শপথের মাধ্যমে শিক্ষার্থীরা সকল অশুভ শক্তিকে লাল কার্ডের মাধ্যমে বিতারিত করে সমাজে সবুজ কার্ড প্রতিষ্ঠা করবে।
উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘ ৭ মার্চ থেকে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিভিন্ন স্কুল এবং কলেজের তরুণদের সচেতন করতে এই লাল কার্ডের কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/১৩ মার্চ ২০১৮/হিমেল