লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আফসানা আক্তার বিউটি (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। পরিবারের দাবি, যৌতুক না পেয়ে তাদের মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রায়পুর পৌর শহরের নতুন বাজার এলাকার একটি ভাড়া বাসার ৪র্থ তলা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
আফসানা আক্তার বিউটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আ. মান্নানের মেয়ে ও রায়পুর উপজেলার শায়েস্তানগরের মো. আল-আমিনের স্ত্রী।
মৃতের মা কহিনূর বেগম জানান, বিয়ের পর থেকে স্বামী মো. আল-আমিন যৌতুকের টাকার জন্য গৃহবধূকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় দফায় দফায় তার ওপর নির্যাতন চালানো হতো। তার অভিযোগ, ঘটনার দিন মেয়ে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মেয়ের জামাই আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার পর লাশ ঘরে ঝুঁলিয়ে রেখে পালিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম আজিজুল হক মিয়া জানান, এটি হত্যা না আত্মহত্য বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৮/মাহবুব