আগামী ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিডি হলে এক প্রতিনিধি সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় কার্যকরী সদস্য এস এম কামাল হোসেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলুসহ জেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জনসভার স্থান পরিদর্শন করেন কেন্দ্রীয় নেতারা।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৮/মাহবুব