দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল উম্মে কুলসুম নামের ৯ম শ্রেণির এক ছাত্রী।
সে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পানিকাটা মালিপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে এবং জলপাইতলী দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, সোমবার দিবাগত রাতে ৯ম শ্রেণির ছাত্রী আলিফা খাতুনের বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। এসময় আলিফা খাতুনের পিতা আবুল কাশেমের নিকট থেকে বিয়ে না দেয়ার মুচলেকা লিখে নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এতে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পায় কিশোরী আলিফা খাতুন।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৮/মাহবুব