বগুড়ায় ইয়ারা ট্যাবলেট ও হোরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। আজ সকালে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সোনাতলা উপজেলার গোসাইবাড়ী গ্রামের মোছা. আপিলা খাতুনকে (৩৮) গ্রেফতার করে।
এসময় তার হেফাজতে থাকা ১৫০ পুরিয়া হেরোইন, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী সোনাতলার উত্তর চরপাড়া গ্রামের মো. মোকারম হোসেনের স্ত্রী।
সোনাতলা থানার ওসি শফিকুল ইসলাম জানান, এব্যাপারে র্যাব একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সোনাতলাসহ জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার